লজ্জা নারীর ভূষণ কিন্তু আধুনিকতার ছুয়ায় সেই লজ্জা লোপ পেতে বসেছে। আগেকার আর এখনকার বাঙ্গালি মেয়েদের পোষাকে বিস্তর ফারাক বিদ্যমান। পাশ্চাত্য সংস্কৃতির কবলে পতিত হয়ে আজ বাঙ্গালি মেয়েদের মানসিকতার ব্যাপক অবক্ষয় হচ্ছে।
.
একের পর এক মডেল, অভিনেত্রীদের (তথাকথিত) স্কেন্ডাল, অশ্লীল ছবি প্রকাশ পাচ্ছে। কেউ আবার নিজেকে বাংলার সানি লিওন বলেও আখ্যা দিচ্ছে(!) অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ করে ক্যাপশনে লিখছে,
"ভালো কাজে সমালোচনা আসবেই, আমি এগুলা কেয়ার করি না।"
.
এদেরকে আবার অনুকরণ অনুসরণ করছে এদেশের কিশোরী, তরুণীরা। ফলে বেড়েছে যৌন নিপীড়ন সহ নানান অসামাজিক কর্মকাণ্ড। আবার মানববন্ধন, সভা সমাবেশ এবং ফেসবুক সহ আন্যান্য যোগাযোগ মাধ্যমগুলোতে স্লোগান দিচ্ছে,
"Don't teach us what to wear, teach your son not to rape."
.
হে অসভ্যের দল আর কতটা নিচে নামতে পারো তোমরা!
খোলামেলা রাস্তায় বের হতে তোমাদের লজ্জা করে না কিন্তু পর্দা করলে লজ্জায় মুখ দেখাতে পারো না (!)
.
আল্লাহ তা'আলা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন-
"হে নবী! তুমি তোমার স্ত্রীদের, তোমার কন্যাদের ও মুমিনদের নারীদের বলে দাও, তারা যেন তাদের চাদরের একাংশ নিজেদের (মুখের) উপর নামিয়ে দেয়" (সূরা আহযাব: ৫৯)
.
এছাড়াও পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় পর্দার কথা বলা হয়েছে।
শুধু কি ইসলাম ধর্মই পর্দার কথা বলে? অবশ্যই না।
.
হিন্দু ধর্মেও নারীদের পর্দার কথা বলা হয়েছে। যেমন-
“যেহেতু ব্রহ্মা তোমাদের নারী করেছেন তাই দৃষ্টিকে অবনত রাখবে, উপরে নয় নিজেদের পা সামলে রাখো। এমন পোষাক পড়ো যাতে কেউ তোমার দেহ দেখতে না পায়।" (ঋকবেদ ৮l৩৩l১৯).
.
ক্যাথলিক খৃষ্টান যাজক মহিলাগন শত শত বছর ধরে পর্দা বিধান মেনে চলছেন।
"কোন পুরুষ ইবাদত বন্দেগী করা অবস্থায় তার মাথায় কিছু থাকলে তার মাথাকে অপদস্থ করা হবেপক্ষান্তরে,কোন মহিলা খালি মাথায় ইবাদত বন্দেগী করলে তার মাথাকে অপদস্থ করা হবে। মাথাকে অপদস্থ করা মানে মাথার চুল কামিয়ে দেয়া। অতএব,কোন মহিলা মাথা ঢেকে না রাখলে তার মাথার চুল কামিয়ে দিতে হবে। যদি কোন মহিলার জন্য তার মাথার চুল কামিয়ে ফেলা অপমানজনক মনে হয়; তাহলে সে যেন তার মাথা ঢেকে রাখে। আর পুরুষের মাথা স্রষ্টার প্রতিচ্ছবি হওয়ার কারণে মাথা ঢেকে রাখা উচিত নয়। মহিলারা স্বামীর সন্মানের প্রতিচ্ছবি কারণ,পুরুষ মহিলা থেকে নয় বরং মহিলা পুরুষ থেকে। পুরুষ মহিলার জন্য সৃজিত হয় নাই বরং মহিলা পুরুষের জন্য সৃজিত হয়েছে তাই, ফেরেশতার খাতিরেই তার মাথার উপরে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করা প্রয়োজন"[১ করিন্থিয়ান্স ১১:৪-১০]
পর্দা নারীকে ছোট করে না বরং নারীর সম্মান বহুগুণে বাড়িয়ে দেয়। দেহ নয় সুস্থ মানসিকতাই নারীর প্রধান শক্তি।
-
Farhath
.
একের পর এক মডেল, অভিনেত্রীদের (তথাকথিত) স্কেন্ডাল, অশ্লীল ছবি প্রকাশ পাচ্ছে। কেউ আবার নিজেকে বাংলার সানি লিওন বলেও আখ্যা দিচ্ছে(!) অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ করে ক্যাপশনে লিখছে,
"ভালো কাজে সমালোচনা আসবেই, আমি এগুলা কেয়ার করি না।"
.
এদেরকে আবার অনুকরণ অনুসরণ করছে এদেশের কিশোরী, তরুণীরা। ফলে বেড়েছে যৌন নিপীড়ন সহ নানান অসামাজিক কর্মকাণ্ড। আবার মানববন্ধন, সভা সমাবেশ এবং ফেসবুক সহ আন্যান্য যোগাযোগ মাধ্যমগুলোতে স্লোগান দিচ্ছে,
"Don't teach us what to wear, teach your son not to rape."
.
হে অসভ্যের দল আর কতটা নিচে নামতে পারো তোমরা!
খোলামেলা রাস্তায় বের হতে তোমাদের লজ্জা করে না কিন্তু পর্দা করলে লজ্জায় মুখ দেখাতে পারো না (!)
.
আল্লাহ তা'আলা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন-
"হে নবী! তুমি তোমার স্ত্রীদের, তোমার কন্যাদের ও মুমিনদের নারীদের বলে দাও, তারা যেন তাদের চাদরের একাংশ নিজেদের (মুখের) উপর নামিয়ে দেয়" (সূরা আহযাব: ৫৯)
.
এছাড়াও পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় পর্দার কথা বলা হয়েছে।
শুধু কি ইসলাম ধর্মই পর্দার কথা বলে? অবশ্যই না।
.
হিন্দু ধর্মেও নারীদের পর্দার কথা বলা হয়েছে। যেমন-
“যেহেতু ব্রহ্মা তোমাদের নারী করেছেন তাই দৃষ্টিকে অবনত রাখবে, উপরে নয় নিজেদের পা সামলে রাখো। এমন পোষাক পড়ো যাতে কেউ তোমার দেহ দেখতে না পায়।" (ঋকবেদ ৮l৩৩l১৯).
.
ক্যাথলিক খৃষ্টান যাজক মহিলাগন শত শত বছর ধরে পর্দা বিধান মেনে চলছেন।
"কোন পুরুষ ইবাদত বন্দেগী করা অবস্থায় তার মাথায় কিছু থাকলে তার মাথাকে অপদস্থ করা হবেপক্ষান্তরে,কোন মহিলা খালি মাথায় ইবাদত বন্দেগী করলে তার মাথাকে অপদস্থ করা হবে। মাথাকে অপদস্থ করা মানে মাথার চুল কামিয়ে দেয়া। অতএব,কোন মহিলা মাথা ঢেকে না রাখলে তার মাথার চুল কামিয়ে দিতে হবে। যদি কোন মহিলার জন্য তার মাথার চুল কামিয়ে ফেলা অপমানজনক মনে হয়; তাহলে সে যেন তার মাথা ঢেকে রাখে। আর পুরুষের মাথা স্রষ্টার প্রতিচ্ছবি হওয়ার কারণে মাথা ঢেকে রাখা উচিত নয়। মহিলারা স্বামীর সন্মানের প্রতিচ্ছবি কারণ,পুরুষ মহিলা থেকে নয় বরং মহিলা পুরুষ থেকে। পুরুষ মহিলার জন্য সৃজিত হয় নাই বরং মহিলা পুরুষের জন্য সৃজিত হয়েছে তাই, ফেরেশতার খাতিরেই তার মাথার উপরে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করা প্রয়োজন"[১ করিন্থিয়ান্স ১১:৪-১০]
পর্দা নারীকে ছোট করে না বরং নারীর সম্মান বহুগুণে বাড়িয়ে দেয়। দেহ নয় সুস্থ মানসিকতাই নারীর প্রধান শক্তি।
-
Farhath
0 comments